নেতানিয়াহু-ওবামা ফোনালাপ
দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরান ও ছয় জাতির মধ্যে চলমান পরমাণু আলোচনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে ফোনালাপ হয়েছে। খবর রেডিও তেহরানের।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার নেতানিয়াহুকে ফোন করেন। জেনেভা সংলাপের বিষয়ে ওবামা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সর্বশেষ অবস্থা জানান। এ সময় ওবামা ইরানের পরমাণু বোমা বানানোর বিষয়ে তার জোরালো বিরোধিতার কথা তুলে ধরেন।
বিবৃতিতে আরো বলা হয়, এ বিষয়ে দুই নেতা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা অব্যাহত রাখার কথাও ব্যক্ত করেন।
জেনেভা আলোচনা নিয়ে ইসরাইল যখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সে মূহুর্তেই ওবামার এ ফোনালাপের খবর বের হলো।
প্রসঙ্গত, গত দুইদিন ধরে জেনেভায় ইরান ও ছয় জাতির মধ্যে পরমাণু আলোচনা চলছে। এ আলোচনায় উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি সইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে আলোচনা আরো একদিন বাড়ানো হয়েছে।
পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে যেকোনো চুক্তির বিরোধিতা করে শুক্রবার নেতানিয়াহু বলেছেন, এ ধরনের চুক্তি হলে তা হবে অনেক বেশি খারাপ কাজ।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)