আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যন্ত্রপাতি মেরামতের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন ৭৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে। রোববার সকাল থেকে উৎপাদন বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল বাকী জানান, কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। এ কারণে গতকাল (রোববার) সকাল থেকে কারখানাটি বন্ধ করা হয়েছে। বন্ধের ৭৫ দিনের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও কিছু নতুন যন্ত্রাংশ লাগানো হবে। এরই মধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, বিসিআইসি কর্তৃপক্ষ চলতি (২০১৮-২০১৯) অর্থবছরে ইউরিয়া সার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দেড় লাখ টন। এরই মধ্যে লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে। বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের আশঙ্কা নেই।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৩, ২০১৯)