দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল বলেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। স্বৈরশাসকের পতন হয়েছিল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ আরেকটি ঐক্যবদ্ধ আন্দোলনের অপেক্ষা করছে।  বুধবার জাতীয় প্রেস ক্লাবে ৪৩তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

'খালেদা জিয়ার মুক্তি ও বর্তমান রাজনৈতিক মহাসংকট উত্তরণে মওলানা ভাসানীর আদর্শ অনুসরণের বিকল্প নেই' শিরোনামে আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)। সভায় নজরুল ইসলাম খান আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে একমাত্র যোগ্য নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তি শুধু একজন নেত্রীর মুক্তি নয়, একজন ব্যক্তির মুক্তি নয়, তার মুক্তি মানে দেশের গণতন্ত্রের মুক্তি। তাই খালেদা জিয়াকে আগে মুক্ত করতে হবে, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, একটা সময় বাজেট বরাদ্দের অধিকাংশ রাখা হতো স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বা প্রতিরক্ষা খাতে। কিন্তু বর্তমানে দেশের বাজেটের অধিকাংশ বরাদ্দ রাখা হচ্ছে বিদেশিদের ঋণ পরিশোধে, সুদ পরিশোধে। দেশে ঋণ বেড়েই চলেছে। তিনি বলেন, দেশে আজ এমন পরিস্থিতি হয়েছে যে, কৃষক নিজের ফসলে আগুন ধরিয়ে দিচ্ছে। কারণ তা কেটে ঘরে তুললেই লোকসান হবে। কৃষকের পাশাপাশি শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামছে, তাদের আন্দোলন করতে হচ্ছে।

আলোচনা সভায় ন্যাপ (ভাসানী) সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

(দ্য রিপেোর্ট/একেএমএম/ মে ১৫,২০১৯)