কানের গালিচায় হাঁটতে প্রস্তুত হীনা খান
দ্য রিপোর্ট ডেস্ক : শুরু হয়ে গেছে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। গত ১৪ মে প্রথম দিন কানের লালগালিচায় রুপের জাদু দেখিয়েছেন গায়িকা সেলেনা গোমেজ, অভিনেত্রী জুলিয়ান মুর, ইভা লোঙ্গেরিয়া ও টিলডা সুইনটন।
শুধু হলিউড তারকা নয়, শিগগিরই কানের লালগালিচায় পা মাড়াতে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কঙ্গনা রনৌত, রিচা চাড্ডা ও মল্লিকা শেরাওয়াতকে। এ বছর কানের লালগালিচায় হলিউড-বলিউডের নামি-দামি তারকাদের পাশাপাশি হাঁটতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হীনা খানকে। এরই মধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। পৌঁছে গিয়েছেন কান শহরে। কান শহরে গিয়ে পালে দে ফেস্তিভাল ভবনের সামনে ঘোরাঘুরিও করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবিও শেয়ার করেছেন হীনা। যেখানে গোলাপি রঙা পোশাকে দারুণ দেখাচ্ছে ছোট পর্দার এই তারকাকে। হীনা এখন ব্যস্ত রয়েছেন তার প্রথম বলিউড ছবির কাজ নিয়ে। কিন্তু ছবিটির নাম এখনো অজানা।
(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৭,২০১৯)