উপসাগরীয় অঞ্চলে হামলায় ঢাকার উদ্বেগ
![](https://bangla.thereport24.com/article_images/2019/05/20/gulf-region.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তেল স্থাপনায় কয়েক দফা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলের একটি প্রদেশে তেল ক্ষেত্রের ওপর গোপনে ড্রোন হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এতে বলা হয়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ভূখণ্ডে আমিরাতি তেল ট্যাংকারে হামলার খবর খুবই দুঃখজনক। এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অঞ্চলে সার্বিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে নিন্দা জানায় এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ অঞ্চলে শান্তি ও স্থিতিশিলতা বজায় রাখতে যেকোন গঠনমূলক পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে।
(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২০,২০১৯)