দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আসাদগেট এলাকায় আড়ং শোরুমের সামনের সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর। নিহতের নাম শহীদুল ইসলাম সাগর।

রোববার (১৯ মে) রাত ১২ টার পর এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়েছে না কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এটি এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করে থানায় রাখা হয়েছে।

এদিকে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক জামান জানান, ঘটনাস্থল থেকে শহীদুলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এনেছেন। নিহতের স্ত্রী তার পরিচয় নিশ্চিত করেছেন। কল্যাণপুরে স্ত্রীকে নিয়ে থাকতেন শহীদুল। তাদের কোনো সন্তান নেই। গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। শহীদুল একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অধীনে মোটরসাইকেল চালাতেন বলে আমরা নিশ্চিত হয়েছি। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে সে একাই ছিল।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ২০, ২০১৯)