দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৫ মে) সকাল ৬টা থেকে রোববার (২৬ মে) ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

এক বার্তায় ডিএমপি জানায়, গ্রেফতারদের কাছ থেকে ৬ হাজার ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬১ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৩৫০ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।

ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৯)