বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষাণীর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে ম্রাছিং অং মারমা (৫৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। তিনি সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসিন্দা মৃত হলারী মার্মার মেয়ে।
রোববার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা জানান, রোববার ভোরে নিজ খামারবাড়িতে যাওয়ার পথে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যানপাড়ার দক্ষিণ দিকে হাকিম আলীর জমি এলাকায় গেলে ৪-৫টি বন্যহাতির সামনে পড়েন কৃষাণী ম্রাছিং অং। এ সময় বন্যহাতির পাল তার মুখ ও বুকের ওপর পাড়া দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন জানান, বন্য হাতির হামলা হওয়ায় পরিবারের কারও আপত্তি না থাকায় সুরুতহাল রিপোর্ট তৈরি করে কৃষক ম্রাছিংয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৬, ২০১৯)