লন্ডনের রাস্তায় ব্রিটিশ বাংলাদেশি তরুণ খুন
দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত সেন্টপল ওয়ে স্কুলের সামনে এক ব্রিটিশ বাংলাদেশি তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলম।
রবিবার (২৬ মে) টাওয়ার হ্যামলেটসের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ব্রিটিশ বাংলাদেশি নাগরিক পুরু মিয়া এই তথ্য জানান।
এদিকে, স্যোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়- সেন্টপল ওয়ে স্কুলের সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক তরুণকে বাঁচাতে অন্যান্য কয়েকজন ব্যক্তি চেষ্টা করছেন। তাদের সবাই তখন বাংলায় কথা বলছিলেন।
মেট্রোপলিটন পুলিশ প্রচারিত বিজ্ঞপিতে জানানো হয়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। এবিষয়ে কেউ কিছু দেখে থাকলে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে ফোন করে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)