২ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী এবং মাগুরায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) ভোর থেকে সকাল পর্যন্ত এ দু’টি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর: দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ মে) ভোর সোয়া ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আবদুস ছামাদ (৬৫) ও চিরিরবন্দর এলাকার আনিছার (৩৫)।
কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ভোর সোয়া ৫টার দিকে আবদুস ছামাদ ও আনিছার মোটরসাইকেলে শহরের দিকে আসছিলেন। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে তাদের মোটরসাইকেলে চাপা দেয় বিপরীতমুখী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাগুরা : মাগুরায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, নাঈম (২২) ও শাহাবুদ্দিন (২৯)। শাহাবুদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলায় বলে পুলিশ ধারণা করলেও নাঈমের ঠিকানা জানা যায়নি।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. শাকুর আহম্মেদ জানান, মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি মালবোঝাই পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছে অপরদিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। পিকাআপের দুই হেলপার গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এনটি/মে ২৭, ২০১৯)