ঢাকায় চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশেই চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনালন্ডনে চোখের অপারেশন করানোর পর ফলোআপ চিকিৎসা হিসেবে এবার দেশেই চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল (২৭ মে) সাড়ে ৯টার দিকে রাজধানীর দীন মোহাম্মদ আই হসপিটালে গিয়ে চোখ পরীক্ষা করান তিনি।
ওই হাসপাতালে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। ড. দীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে চার সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৭, ২০১৯)