সমস্যা না হলে প্রসূতির সিজার করাবেন না: স্বাস্থ্যমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: সন্তান প্রসবকালে সমস্যা না হলে প্রসূতির সিজার না করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৮ মে) নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন তিনি এই আহ্বান জানান। একইসঙ্গে জটিলতা এড়াতে সন্তান প্রসবের সময় অন্তঃসত্ত্বা নারীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন মন্ত্রী।
২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগের দুই সচিব।
মন্ত্রী বলেন, ‘১৯৯৭ সাল থেকে বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে। মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন সম্ভব না হলেও সরকার এ ব্যাপারে কাজ করছে। ২০১৫ সালে মাতৃমৃত্যু প্রতি লাখে ১৪৩ জন থাকার কথা ছিল। কিন্তু ২০১৭ সালে আমাদের দেশে এটা ছিল ১৭৬ জন। প্রতি লাখে ২০১৮-১৯ সালে এটা ১৭২ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ২০৩০ সালে এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে মাতৃমৃত্যু ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘মাতৃমৃত্যু কমানোর জন্য আমাদের পরামর্শ হলো— প্রসবের জন্য প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসা। প্রসবকালে মায়ের খুব জটিল পরিস্থিতি না হলে সিজারিয়ান না করার পরামর্শ দিচ্ছি আমরা। দারিদ্র্যের হার কমলে এবং পুষ্টির হারের উন্নয়ন ঘটলে মাতৃমুত্যু কমবে। এজন্য জনবল নিয়োগ হচ্ছে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৯)