দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বিকেল ৫টার পর রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম।

মো. আবুল কাসেম বলেন, ‘আজ ২৮ মে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। একমাত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে তাঁকে আমরা বিজয়ী ঘোষণা করেছি। তাঁকে বিজয়ী ঘোষণার নথি আগামীকাল কমিশনে জানাব। দুই-এক দিনের ভেতরে গেজেট প্রকাশ করা হতে পারে।’

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২০ মে। বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৯)