ফের পুরনো প্রেমিকা রানির কাছে ফিরছেন অভিষেক!
দ্য রিপোর্ট ডেস্ক: রানি মুখার্জির সঙ্গে অভিষেক বচ্চনের প্রেমের কাহিনী বেশ পুরনো। সেই ২০০৫ সালের কথা। এ সময় তাদের প্রেম যেমন চর্চায় ছিল, ঠিক তেমনই চর্চিত হয় সেবছরই মুক্তিপ্রাপ্ত রানি ও অভিষেক জুটির ছবি 'বান্টি অউর বাবলি'। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়।
পর্দায় 'বান্টি অউর বাবলি'র প্রেম সুপার হিট হলেও বাস্তবে বি-টাউনে বহু চর্চিত তাদের এই সম্পর্ক টিকেনি। রানির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিষেকের প্রেম ও বিয়ের কথাও কারও অজানা থাকার কথা নয়। তবে শোনা যাচ্ছে ফের একবার পুরনো প্রেমিকা রানির কাছেই ফিরছেন অভিষেক। কি শুনে চমকে গেলেন নাকি?
না, রিয়েল লাইফে না, পুরোটাই রিল লাইফে। তাদের সেই সুপার হিট 'বান্টি অউর বাবলি'র সিক্যুয়াল আনছেন পরিচালক সাজিদ আলি। আর এই ছবির দৌলতেই ফের একবার পুরনো তিক্ততা ভুলে কাছাকাছি আসবেন অভিষেক ও রানি। শোনা যাচ্ছি আগামী মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। তবে শুধু রানি ও অভিষেকই নন, ছবিতে থাকছেন অভিষেকের বাবা অমিতাভ বচ্চনও।
(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৯, ২০১৯)