দ্য রিপোর্ট ডেস্ক : এবছরটা কলকাতার সিনে-ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী নুসরাত জাহান এর জন্য বিশেষ একটি বছর বলা চলে। কারণ এবছরেই অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন তিনি। আবার এবছরেই তিনি ‘মিস’ থেকে ‘মিসেস’ হতে চলেছেন।

জানা গেছে, ২৬ মে, কলকাতা টাইমসে নুসরাতের বিয়ের খবর প্রথম প্রকাশিত হয়। সেখানে জানানো হয়েছে ঈদুল ফিতরের পরে ১৯ জুন দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈনকে বিয়ে করছেন নুসরাত। ইস্তাম্বুল এর স্থানীয় সময় রাত ৮.৩০ এ বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন নুসরাত। তিন দিনের জন্য হোটেলও বুক করা হয়েছে। প্রায় একমাস নুসরাতের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার পর সোমবার রাতে প্রকাশ করা নুসরাতের সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখে বিয়ের ব্যাপারে নিশ্চিত হয়েছেন ভক্তরা।

সোশ্যাল মিডিয়ায় সোমবার রাতে তিনি একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তব যখন স্বপ্নের চাইতেও সুন্দর হয়, তখন একে অপরকে ধরে বেঁচে থাকাই জীবনের সবচাইতে বড় পাওয়া।’

জানা গেছে, পরিবার এবং বন্ধু মিলিয়ে ৭০ জন অতিথি ইস্তাম্বুলে পৌঁছবেন ১৭ জুন। আর তার আগেই নুসরাত এবং নিখিল সেখানে চলে যাবেন। সংগীত অনুষ্ঠান হবে ১৮ জুন। সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কোন গান বাজানো হবে, সেটাও ঠিক করে ফেলেছেন নুসরাত। গানের তালে নাচের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

রিসেপশনের তারিখও ঠিক করে ফেলা হয়েছে। ৪ জুলাই কলকাতায় ৬০০ অতিথির উপস্থিতিতে রিসেপশনের অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন টলিউডের শিল্পী এবং রাজনীতিবিদরা। রিসেপশনের পরে হানিমুনের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওনা হবেন নুসরাত ও নিখিল।

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচন করে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ের রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা নুসরাত জাহান।

(দ্য রিপোর্ট/একেএমএম/মে ২৯,২০১৯)