‘মিস করি তোমাকে’, কার জন্য বলছেন মিমি?
দ্য রিপোর্ট ডেস্ক : মিমি চক্রবর্তী। অভিনেত্রী সত্তার বাইরে এখন তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি নব নির্বাচিত সাংসদ। সদ্য সংসদে গিয়েছিলেন তিনি। রাজনীতি এবং অভিনয়— এই দুই দিকই এখন ব্যালেন্স করবেন তিনি। এর মধ্যেই সোশ্যাল ওয়ালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন মিমি। লিখলেন, ‘মিস করি তোমাকে’।
৩০মে, ২০১৩। প্রয়াত হয়েছিলেন ঋতুপর্ণ। তাঁর হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন মিমি। জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যার নেপথ্য দায়িত্ব ছিল ঋতুপর্ণর। প্রয়াত পরিচালকের কথা মনে রেখেই এ দিন সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন মিমি।
ছবিতে দেখা যাচ্ছে মিমিকে যত্ন করে কাজল পরিয়ে দিচ্ছেন ঋতুপর্ণ। শুটিংয়ের আগে কোনও এক মুহূর্তের এই ফ্রেমের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন নায়িকা। তিনি লিখেছেন, ‘তোমার অনুপস্থিতি কখনও পূর্ণ হবে না। আমরা তোমাকে মিস করি।’
সূত্র: আনন্দ বাজার পত্রিকা
(দ্য রিপোর্ট/একেএমএম/মে ৩১,২০১৯)