দ্য রিপোর্ট প্রতিবেদক : নিয়ম ও সংস্কৃতি মেনে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষায় দ্য রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ।

দ্য রিপোর্টের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার রাতে তিনি এ মন্তব্য করেন। নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দ্য রিপোর্টের নতুন কার্যালয়ে দিনব্যাপী প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

প্রীতি সম্মেলনে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘সংবাদপত্রকে ফোর্থ স্টেট, নোবেল প্রফেশন বলা হয়। আশা করি এই প্রফেশনকে ভালো মানে পৌঁছাতে দ্য রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। আমি সব সময় দ্য রিপোর্টের পাশে আছি এবং যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করব।’

দৈনিক বর্তমানের যুগ্ম সম্পাদক কবি নাসির আহম্মেদ বলেন, ‘বর্তমান পরিবারের পক্ষ থেকে দ্য রিপোর্টকে শুভেচ্ছা জানাচ্ছি। সে দিন বেশি দূরে নয় যে দিন অনলাইন মিডিয়াই হবে মূলধারার সংবাদ মাধ্যম। অনলাইন মাধ্যম হিসেবে দ্য রিপোর্ট জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে বলে আমি আশা করি।’

এ সময় উপস্থিথ ছিলেন বর্তমান পরিবারের সদস্যরা।

দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুসহ প্রতিষ্ঠানের অন্য সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/এনআই/মার্চ ১০, ২০১৪)