দ্য রিপোর্ট প্রতিবেদক: পশ্চিম লিবিয়ার উপকূলে শরণার্থীবাহী একটি রাবারের ডিঙ্গি উল্টে অন্তত দুই জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ও প্রায় ২৫ জন নিখোঁজ রয়েছেন।

লিবিয়ার কোস্টগার্ডের এক মুখপাত্র রোববার এ দুর্ঘটনার খবর দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবীয় কোস্টগার্ডের টহলবোট ওই উপকূলের কারাবুলি শহর থেকে প্রায় ১৪ মাইল দূরে ৭৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে বলে মুখপাত্র আইয়ুব কাসেম জানিয়েছেন।

সেখানে থেকে একজন নারী ও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪০ জন পুরুষ, ২৫ জন নারী ও আটটি শিশু রয়েছে। এরা সুদান, কেনিয়া, আইভরি কোস্ট ও নাইজেরিয়ার নাগরিক।

ক্ষতিগ্রস্ত একটি রাবারের ডিঙ্গি পাওয়া গেছে, তাতে কোনো ইঞ্জিন ছিল না। অবৈধ অভিবাসন প্রত্যাশীরা এটি ধরে ভেসে ছিল, বলেন কাসেম।

জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যানুযায়ী, গত বছর দুই হাজার ২৯৭ জন অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সৃষ্ট অস্থিতিশীল পরিস্থির সুযোগ নিচ্ছে মানবপাচারকারীরা। লিবিয়ার পশ্চিম উপকূলকে ইউরোপমুখি মানবপাচারের প্রধান রুটে পরিণত করেছে তারা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৯)