যানজটে আটকা পড়ে মহাসড়কে সন্তান প্রসব
টাঙ্গাইল প্রতিনিধি : তীব্র যানজটে আটকা পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর এলাকায় কন্যা সন্তান প্রসব করেছেন এক নারী।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাবিব হোসেন নামের এক রিক্সা শ্রমিক তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ঈদ করতে গাজীপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন। একপর্যায়ে তারা বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে আটকা পড়েন। এসময় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরে সড়কের পাশে গাছের আড়ালে অন্য যাত্রীদের সহায়তায় কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী।
এসময় এক যাত্রী ৯৯৯ এ কল দিলে ভূঞাপুর থানা পুলিশ, থানা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্সসহ সেতু এলাকায় এসে শিশুসহ মাকে চিকিৎসা দেন। বর্তমানে মা ও শিশু শঙ্কামুক্ত আছেন। সড়কে জম্ম নেয়ায় চ্যানেল আই অনলাইনের প্রতিনিধি সোহেল তালুকদার শিশুটির নাম রাখেন স্বরণী।
মা ও শিশু সুস্থ থাকলেও ঘটনার বর্ণণা দিয়ে সাধারণ যাত্রীরা বলেন, এমন পরিস্থিতির মধ্যে যেন কাউকে পড়তে না হয়।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সাজেদা খাতুন বলেন: ঘটনাস্থলে আসার আগেই সন্তান প্রসব হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন।
শিশু ও মা সুস্থ থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই বাবা-মা।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৪,২০১৯)