দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বুধবার যে পিচে খেলা হবে, সেই কেনিংটন ওভালেই নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো দলকে উড়িয়ে দেয় টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসের রেকর্ড সংগ্রহ গড়ে মাশরাফির দল জিতেছে ২১ রানে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত সূচনা করে নিউজিল্যান্ডও। কার্ডিফে শ্রীলঙ্কাকে তারা হারায় ১০ উইকেট আর ২০৩ বল হাতে রেখে।

প্রথম ম্যাচেই জয় পাওয়াও দুই দলের নামের পাশে ২ পয়েন্ট করে আছে। তবে রানরেট ভালো নিউজিল্যান্ডের। বাংলাদেশের নেট রানরেট ০.৪২, নিউজিল্যান্ডের ৫.৭৫।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৫, ২০১৯)