বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি পেট্রোল বোমা পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পেট্রোল বোমাটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, “রেজিস্ট্রারের কক্ষের সামনে পেট্রোল ভরা বোতল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তারপর পুলিশ এসে তা নিয়ে যায়।”
পেট্রোল বোমা কীভাবে সেখানে গেল, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান।
এই পেট্রোল বোমা উদ্ধারের পর জানা গেছে, দুদিন আগে রেজিস্ট্রার আবদুল হান্নানের কক্ষের সামনে আগুনও ধরানো হয়েছিল।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যেই এই পেট্রোল বোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনা ঘটল।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কমল কান্তি বড়ুয়া বলেন, “দুদিন আগেও ওই কক্ষের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা মনে করি, আমাদেরকে ভয় দেখানোর জন্য কেউ এটা করছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “নিয়োগ নিয়ে ঝামেলা আছে। তা নিয়ে রেজিস্ট্রারকে ভয় দেখানোর জন্য কেউ এটা করতে পারে।”
(দ্য রিপোর্ট/ টিআইএম/৭ জুন,২০১৯)