ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ জোড়া খুনের আসামি নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার মাঝিরকান্দা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রিপন (৩৫)। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় বলে পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের দাবি, রিপন নবাবগঞ্জ এলাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে একটি জোড়া খুনসহ ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ এলাকায় ভাড়া থেকে তাঁর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
এ ব্যাপারে রোববার সকালে নবাবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৯, ২০১৯)