দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম-উল হক মনে করেন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রচণ্ড চাপে থাকবে তারা। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামী ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুদল।

ভারতের বিপক্ষে পাকিস্তানের সবশেষ দেখা হয় গেল এশিয়া কাপে। টুর্নামেন্টে দুই দেখায় প্রতিবারই টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হন সরফরাজরা। যদিও ইংল্যান্ডের মাটিতে কোহলিদেরই হারিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতেন তারা।

তবে এবারের বিশ্বকাপে নাজুক অবস্থায় পাকিস্তান। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে দলটি। সেমিফাইনাল খেলতে হলে জিততে হবে হাতে থাকা বাকি পাঁচ ম্যাচের অন্তত চারটি। পরের ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে পাকিস্তান। তাদের সামনে এটি বাঁচামরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে চাপটা বেশি থাকবে বাবর-আমিরদের ওপর।

ইমাম-উল হক বলেন, ভারতের বিপক্ষে ‘যুদ্ধে’ দলের সদস্য হতে পারা দারুণ ব্যাপার। এবারের যুদ্ধক্ষেত্র ম্যানচেস্টার। সেখানে পাকিস্তানের অনেক সমর্থক রয়েছে। ম্যাচটি নিয়ে আমি সত্যিই অনেক উত্তেজিত। এ ম্যাচে অবশ্যই প্রচুর চাপ থাকবে।

তিনি বলেন, ভারত-পাকিস্তান নিয়ে সবসময় আলোচনা চলে। নানা ইস্যুতে দুই দেশের ভক্ত-সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করে। তবে আমরা শুধু ক্রিকেটের শক্তি-সামর্থ্য নিয়ে চিন্তা করতে চাই। ভারতের বিপক্ষে কীভাবে ভালো খেলা যায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিন ম্যাচে দুটিতেই জয় পেয়েছে ভারত। বৃষ্টিতে ভেসে গেছে একটি। সব মিলিয়ে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে দলটি। বলা বাহুল্য, পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পরবর্তী ম্যাচের আগে আত্মবিশ্বাসী থাকবে মেন ইন ব্লুরা। তথ্যসূত্র: দ্য ডন

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৪, ২০১৯)