সিরাজগঞ্জে আ.লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে কেন্দ্র দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইনজীবীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট রেজাউল করিম ভুট্টো (৪৫) ও রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টগরকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সবুজ (ঘোড়া প্রতীক) জানান, চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা ভোট কেটে নেয়ার চেষ্টা করে। এ সময় ঘোড়ার সমর্থকরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আইনজীবী রেজাউল করিম ভুট্টোসহ অন্তত ১০ জন আহত হন। বাকিদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনা শুনেছি। আমি অন্য এলাকায় ছিলাম। সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানতে পারেনি।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, ভোটারকে স্লিপ দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৮,২০১৯)