দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বনানী কবরস্থানের পাশে একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জাগো নিউজকে জানান, খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের বারিধারা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তাদের কোনো কাজ করতে হয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৮,২০১৯)