চট্টগ্রামে আবাসিক হোটেলে ১৪ তরুণীসহ আটক ৩০
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের আলকরণ এলাকার হোটেল সিলটনে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন তরুণী ও ১৬ জন পুরুষ রয়েছে বলে জানায় পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, সোমবার রাত ১২টার দিকে সিএমপির সদরঘাট থানা পুলিশ তাদের আটক করে।
সিএমপির সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হোটেল সিলটনে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তল্লাশি চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণীসহ ৩০ জনকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রামের বেশ কয়েকটি হোটেল দেহ ব্যবসায় জড়িত। নগরীর আলকরণের সিলটন হোটেলেও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।
(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/শাহ/মার্চ ১১, ২০১৪)