দিশাকে রক্ষা করলেন টাইগার
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। নানা কারণে আলোচনার টেবিলে থাকেন তারা। এবার ভক্তদের হাত থেকে দিশাকে রক্ষা করে আলোচনায় এলেন টাইগার।
এনডিটিভি জানায়, সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তরাঁয় যান দিশা ও টাইগার। সূত্রের খবর, দিশা ও টাইগার দুজনে ডেট করছেন। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান বা রেস্তোরাঁয়। তেমনই গত রোববার মুম্বাইয়ে পশ্চিম বান্দ্রার অভিজাত রেস্তোরাঁ বাস্তিয়ানে যান দুজনে। দিশা সবুজ রঙের একটি পোলকা ডটের পোশাক পরেছিলেন। বরাবরের মতো সুন্দর লাগছিল দিশাকে।
রেস্তোরাঁ থেকে বেরুতেই ভক্তদের খপ্পড়ে পরেন দিশা। তারকাকে চোখের সামনে দেখেই হইচই শুরু করেন। যদিও দুজনের ব্যক্তিগত দেহরক্ষী থাকার পরেও, তাও দিশাকে ভক্তদের হাত থেকে উদ্ধার করতে তৎপর হন টাইগার। চেষ্টা করেন ভক্তদের সঙ্গে দিশার যাতে নিরাপদ দূরত্ব বজায় থাকে। তাকে ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন টাইগার।
দিশা ও টাইগার প্রায়ই বাস্তিয়ানে যান। তাই তাদের দেখা পাওয়ার জন্য মাঝে মধ্যে ভক্তরা ভিড় করেন সেখানে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৯,২০১৯)