মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ নিয়ে হাইকোর্টের রায় বহাল
![](https://bangla.thereport24.com/article_images/2019/06/20/freedom-fighters-5d0a686177fe3.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করে সরকারের জারি করা তিনটি গেজেট ও সংশোধিত পরিপত্র অবৈধ এবং বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালতের বিচারপতি মো. নূরুজ্জামান বুধবার হাইকোর্টের রায়ের ওপর কোন স্থগিতাদেশ না দিয়ে আগামী ২৩ জুন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকলো।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও ব্যারিস্টার ওমর সাদত।
মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস এবং ১৩ বছর নির্ধারণ নিয়ে করা পৃথক ১৫টি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ১৯ মে হাইকোর্ট এ রায় ঘোষণা করেন।
ওই রায়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্র আইন, ২০১৮ এর সংজ্ঞা সংক্রান্ত ২ ধারার ১১ উপধারা অবৈধ ঘোষণা করেন। এছাড়া রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের সম্মানী পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২০,২০১৯)