চট্টগ্রামে হামলায় যুবলীগ নেতাসহ আহত ৬
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মিরসরাইয়ের কমলদহে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা হাসান হাবিব রনিসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান হাবিব রনি জানান, সন্ধ্যায় স্থানীয় ফজলুল কবির ফিরোজ, টুটুল, রাজ্জাক, দুলাল, অর্জুন, বসর, দুলালের নেতৃত্বে ১০/১৫ সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাতৃকা হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক বলেন, ‘যুবলীগ নেতা রনির ওপর হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত এখনও জানি না।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এমএআর/শাহ/মার্চ ১১, ২০১৪)