বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য
দ্য রিপোর্ট ডেস্ক : শেষ ওভারে ১৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৫০ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩৮১ রান। বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। বিশ্বকাপে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ড সর্বোচ্চ ৩২৮ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশকে তাই গড়তে হবে নতুন রেকর্ড। আগের ম্যাচে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ আর বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশ এবার অবিশ্বাস্য কিছু করতে পারে কি না, সেটাই এখন দেখার।
অস্ট্রেলিয়ার বড় সংগ্রহে বড় অবদান ডেভিড ওয়ার্নারের। ১০ রানে জীবন পেয়ে ১৪৭ বলে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ৫৩, উসমান খাজা ৮৯ ও গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে করেন ৩২ রান। ৫৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সৌম্য সরকার। মুস্তাফিজুর রহমান ৬৯ রানে নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮১/৫ (ফিঞ্চ ৫৩, ওয়ার্নার ১৬৬, খাজা ৮৯, ম্যাক্সওয়েল ৩২, স্টয়নিস ১৭*, স্মিথ ১, ক্যারি ১১*; মাশরাফি ৮-০-৫৬-০, মুস্তাফিজ ৯-০-৬৯-১, সাকিব ৬-০-৫০-০, রুবেল ৯-০-৮৩-০, মিরাজ ১০-০-৫৯-০, সৌম্য ৮-০-৫৮-৩)।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুন২০,২০১৯)