দ্য রিপোর্ট ডেস্ক: প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনা নতুন নয়। এবার তেমনি একটি ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তার সঙ্গে দেখা করতে বিয়ের আসর ছেড়ে পালিয়ে শুটিং সেটে হাজির হয়েছেন এক নারী।

এ প্রসঙ্গে একটি সূত্র মিড-ডে পত্রিকায় বলেন, ‘সন্ধ্যায় শুটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, বিয়ের কনে সাজে এক নারী হঠাৎ শুটিং সেটে হাজির হয়। সে বিরতিহীনভাবে কাঁদতে থাকে এবং বিক্রান্তের সঙ্গে দেখা করার জন্য জিদ করে। প্রথমে ইউনিটের সদস্যরা তাকে এ অভিনেতার সঙ্গে দেখা করতে বাধা দেয়, কিন্তু সে কোনো কথাই শুনছিল না এবং বলতে থাকে- সে বিয়ে করতে রাজি নয়। প্রায় এক ঘণ্টা ধরে এমন চলতে থাকলে বিক্রান্ত তাকে বুঝিয়ে বিয়ের আসরে ফেরত পাঠানোর চেষ্টা করে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সবশেষে নিরাপত্তা রক্ষীরা ঘটনায় হস্তক্ষেপ করে ও পুলিশে খবর দেয়।’

এ প্রসঙ্গে বিক্রান্ত বলেন, ‘কী করব প্রথমে বুঝতে পারছিলাম না। যদিও আমি খুবই আনন্দিত। তবে তাকে বিয়ের আসর ছেড়ে এভাবে আসতে দিতাম না। সে তার পরিবারের কাছে সুরক্ষিতভাবে ফিরেছে কি না তা নিশ্চিত করেছি। আমি খুবই কৃতজ্ঞ- মানুষ আমার কাজ পছন্দ করে ও আমাদের ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে তারা আমাদের এমন পরিস্থিতিতে ফেলে দেয় যে আমরা কী করবো বুঝতে পারি না। এটি খুবই অদ্ভুত একটি ঘটনা।’

‘বালিকা বধূ’ টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান বিক্রান্ত। এরপর রণবীর সিং ও সোনাক্ষী সিনহা অভিনীত লুটেরা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। অভিনয়ের জন্য প্রশংসাও পান তিনি। ‘মির্জাপুর’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছাপাক সিনেমায় অভিনয় করছেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন২০,২০১৯)