দ্য রিপোর্ট ডেস্ক : পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর মামলায় ভারতের বরখাস্তকৃত এক পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার গুজরাটের জামনগর আদালত সাবেক আইপিএস কর্মকর্তা সঞ্জীব ভাটকে এই দণ্ডাদেশ দেন বলে এনডিটিভি জানিয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে সঞ্জীব ভাট জামনগর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেসময় একটি সাম্প্রদায়িক দাঙ্গায় তিনি দেড়শ জনের মতো লোককে আটক করেন।


তাদের মধ্যে প্রভুদাস নামে একজন পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর হাসপাতালে মারা যান।

পরে প্রভুদাসের ভাই সনজিবসহ আরও ছয় পুলিশ সদস্যের নামে পুলিশের কাছে অভিযোগ করেন। প্রভুদাসকে পুলিশ নির্যাতন করেছেন বলে তার ভাই অভিযোগে উল্লেখ করেন।

এছাড়াও সঞ্জীবের বিরুদ্ধে ২৩ বছর আগে মাদক চাষের একটি মামলা রয়েছে। গত বছর ১৯৯৬ সালের ওই মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, গত ১২ জুন সঞ্জীব ভাট এই মামলায় অতিরিক্ত ১১ জনের সাক্ষ্য যাচাই–বাছাই করার জন্য আবেদন জানান। তবে আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেন। মামলার কাজ দীর্ঘ করার জন্য তিনি এই আবেদন করেছেন বলে আদালত জানিয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২০,২০১৯)