দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেকোনো মূল্যে স্বৈরাচারী শক্তির চক্রান্ত রোখার আহ্বান জানিয়েছেন । দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত নূর হোসেন দিবস উপলক্ষ্যে দেয়া এক বার্তায় শনিবার খালেদা জিয়া এ কথা বলেন।

যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন নূর হোসেন, তার সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি উল্লেখ করে খালেদা জিয়া বলেন,‘শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।’

খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নুর হোসেন আমাদের প্রেরণা। তাঁর দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র চলছে। দেশে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার একতরফা নির্বাচন করে একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে। আজকের এই দিনে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাই-আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নুর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে স্তব্ধ করে দিতে স্বৈরশাসকের বন্দুক গর্জে উঠেছিলো। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নুর হোসেন। নুর হোসেনের সে অবদান বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে, মুক্ত হয় আমাদের গণতন্ত্র।’

(দিরিপোর্ট ২৪ /এমএইচ /এইচএস/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)