বিএনপির কাউন্সিলের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য বিএনপির কাউন্সিলের প্রস্তুতি চলছে, সাংগঠনিক জেলাগুলোর কমিটি পুনর্গঠন চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পাওয়া দুই সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমানকে নিয়ে শনিবার (২২ জুন) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২২, ২০১৯)