দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের শ্বাসরূদ্ধকর জয়ের পর বাংলাদেশের সেমিফাইনালে খেলার পথ বন্ধুর হয়ে যায়। তবে ইংল্যান্ডের সঙ্গে শ্রীলংকার বিস্ময়কর জয়ের পর সেই সম্ভাবনায় আশার আলো সঞ্চারিত হয়।

এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের কাছে ভারত হারলে শেষ চারে টাইগারদের খেলার স্বপ্ন কতটা বাড়বে? সমীকরণই বা কী দাঁড়াবে? অবশ্য সবকিছু যদি, কোনো, ‌কিন্তুর ওপর দুলছে।

চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ভারত চারে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকা পাঁচে আর সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ছয়ে বাংলাদেশ।

৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে সাত, আট ও নয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। প্রোটিয়ারা ৬টি ম্যাচ খেললেও পাক ব্রিগেড ও ক্যারিবীয়রা খেলেছে ৫ ম্যাচ। সমান ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পেয়ে একেবারে তলানিতে আফগানিস্তান।

পয়েন্ট টেবিলের এই অবস্থায় শনিবার সাউদাম্পটনে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্থান। স্বভাবতই এই ম্যাচেও দৃষ্টি বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের। এর ফলাফল টাইগারদের সেমির সমীকরণে কোনো প্রভাব ফেলে কি না তা নিয়ে কৌতুহলী তারা।

তাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, এই ম্যাচে ভারত হারলে পয়েন্ট টেবিলে কোনো হেরফের ঘটবে না। ইতিমধ্যে ৭ পয়েন্ট অর্জন করায় পরাজিত হলেও চতুর্থ স্থানেই থাকবে টিম ইন্ডিয়া। তবে নেট রান রেট (+১.০২৯) কমবে। সঙ্গে দলের আত্মবিশ্বাস কমবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের সেমির সম্ভাবনা কিছুটা জাগতে পারে।

কারণ, আফগানদের পর ভারতের খেলা রয়েছে গেইলদের ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়াও বাংলাদেশ ও শ্রীলংকার মুখোমুখি হবে কোহলিরা। ওই ম্যাচগুলোর তিনটিতে হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা।

বাংলাদেশের পরের ম্যাচগুলো আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের সঙ্গে। সেগুলোতে জিতে গেলে মাশরাফিরা অনায়াসেই ঢুকে যাবে শেষ চারে!

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২২, ২০১৯)