ইতিহাসের ১ম ব্যাটসম্যান হিসেবে কোহলির বিশ্বরেকর্ড
দ্য রিপোর্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম ফিফটি তুলে নিয়েছেন কোহলি। আর এই ফিফটি রান করার মধ্য দিয়ে ২০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি।
বৃহস্পতিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিশ্বকাপের ৩৪তম ম্যাচে খেলতে নেমে আরও একটি ফিফটি করেছেন বিরাট কোহলি। আর এই ফিফটির মধ্য দিয়ে ২০ হাজারি ক্লাবের সদস্য হলেন বিরাট।
ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে নতুন এই মাইলফলকে পৌঁছাতে বিরাটের প্রয়োজন ছিল ৩৭ রান। উইন্ডিজের বিপক্ষে অনবদ্য ব্যাটিং করে নতুন এই এলিট ক্লাবের সদস্য হন ভারতীয় এই অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে ৭৭ ম্যাচে ৬ হাজার ৬১৩ রান করেন কোহলি। টি-টোয়েন্টিতে ৬৭ ম্যাচে ২ হাজার ২৬৩ রান করেন বিরাট। আর ওয়ানডে ক্রিকেট বৃহস্পতিবারের আগে ২৩১ ম্যাচ খেলে ৪১টি সেঞ্চুরিতে ১১ হাজার ৮৭ রান করেন কোহলি।
(দ্যরিপোর্ট/একেএমএম/জুন ২৭,২০১৯)