আগামীকাল থেকেই গ্যাসের দাম বাড়ছে
![](https://bangla.thereport24.com/article_images/2019/06/30/Gas2.jpeg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: সব পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। একটি গ্যাসের চুলার জন্য ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করা হয়েছে।
আজ (রোববার) বিইআরসি কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এটি আগামীকাল থেকে কার্যকর করা হবে।
এর আগে বাসাবাড়িতে গ্যাসের গড়ে ৬৬ শতাংশ দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব দেয় গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলো।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ৩০, ২০১৯)