দ্য রিপোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলংকার উড়ন্ত সূচনা। উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারে ৪৯ রান সংগ্রহ করেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা। তারা জুটির শতরান গড়ার পথেই ছিলেন। জেসন হোল্ডারের বলে সাজঘরে ফেরেন করুনারত্নে। তার আগে ১৫.২ ওভারে ৯৩ রানের জুটি গড়েন কুশল পেরেরা ও করুনারত্নে।

সোমবার ইংল্যান্ডের রিভারসাইড গ্রাউন্ডের চেস্টার-লি স্ট্রেটের বিশ্বকাপের ৩৯তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

৭ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। বৈশ্বিক টুর্নামেন্ট থেকে লংকানদের বিদায়ও প্রায় নিশ্চিত। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা।

এ ম্যাচে ক্যারিবীয় একাদশে এসেছে ১ পরিবর্তন। ইনজুরির কারণে কেমার রোচের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

আর একাদশে ৩ পরিবর্তন এনেছে শ্রীলংকা। লাহিরু থিরিমান্নে, জেফরি ভানডারসি ও কাসুন রাজিতাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে লংকান টিম ম্যানেজমেন্ট।

শ্রীলংকা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, জেফরি ভানডারসি, কাসুন রাজিতা ও লাসিথ মালিঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শ্যানন গ্যাব্রয়েল, শেলডন কটরেল ও ওশানে থমাস।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০১,২০১৯)