দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে আগেই বাদ পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার উপর গতকাল (রোববার) এজবাস্টনে ইংল্যান্ড ভারতকে হারিয়ে দেয়ায় আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে এশিয়ার দেশ শ্রীলঙ্কারও। তাই আজকের এই দু’দলের লড়াইটি ছিল শুধুই নিয়মরক্ষার ম্যাচ।

চেস্টার লি স্ট্রিটে সেই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। এই আসরে এখন পর্যন্ত মাত্র ২৪৭ রান তাদের দলীয় সংগ্রহ থাকলেও, আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে লঙ্কানরা। টপ অর্ডার ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরির উপর ভর করে ক্যারিবিয়ানদের ৩৩৯ রানের ছুঁড়ে দিয়েছে এশিয়ায় দেশটি।

আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরার ব্যাটে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। শুরু থেকেই উইন্ডিজ বোলারদের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। যদিও এই জুটি শতরান পেরোনোর আগেই ভেঙে যায়। ক্যারিবীয়ানদের ব্রেক-থ্রু এনে দেন দলীয় অধিনায়ক জেসন হোল্ডার। দলীয় ৯৩ রানে এই পেসারের দারুন এক ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা শাই হোপকে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে।

এর তিন ওভার যেতে না যেতেই আবারো উইকেটের দেখা পায় উইন্ডিজরা। দলীয় ১০৪ রানে রানআউটের কাটায় পড়েন আরেক লঙ্কান ওপেনার কুশল পেরেরা। তবে আউট হওয়ার আগে ৫১ বলে ৮ চারে ঝড়ো এক ইনিংস খেলে যান এই ব্যাটসম্যান। কম সময়ের ব্যবধানে দুই উইকেট হারানোয় কিছুটা চিন্তায় পরে গিয়েছিল লঙ্কানরা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০১,২০১৯)