কণ্ঠশিল্পী মিলা আট সপ্তাহের আগাম জামিন পেলেন
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক স্বামী পারভেজ সানজারির গায়ে অ্যাসিড হামলার অভিযোগে করা মামলায় দেশের জনপ্রিয় পপ তারকা মিলাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার কণ্ঠশিল্পী মিলা আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন আবেদন করলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আদেশ দেয়। আদালতে মিলার পক্ষে শুনানি করেন আইনজীবী দেবাশীষ ভট্টাচার্য্য।
মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলাটি করেন তার সাবেক স্বামী সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও আসামি করা হয় তার সহকারী পিটার কিমকে।
গেল ২ জুন দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন সানজারি। এর দুদিন পরেই মিলাকে আসামী করে হত্যা চেষ্টার মামলা করা হয়।
অন্যদিকে সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন মিলা। যার অভিযোগ গঠন হয় ২০১৮ সালে। কিন্তু ছয়বার সাক্ষী দিতে না আসায় গেল ২৩ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০১,২০১৯)