দ্য রিপোর্ট ডেস্ক: এবারের বিশ্বকাপ ক্রিকেটে গত ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার পয়েন্ট টেবিলে বেশ বড় প্রভাব ফেলেছে। এরপর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার বিজয় বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্নে নতুন সমীকরণ তৈরি করেছে।

এদিকে আর মাত্র কয়েক ঘণ্টা পরই ইংল্যান্ডের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে আজ বাংলাদেশকে জিততেই হবে। তা না হলে শেষ হয়ে যাবে সেমিফাইনালে ওঠার স্বপ্ন।

ভারত-বাংলাদেশের আজকের ম্যাচ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। প্রত্যাশা ব্যক্ত করে এ সংগীতশিল্পী বলেন, ‘বাংলাদেশ নিয়ে প্রত্যাশা সবসময় উপরে। আমার দেশ খেলায় সেরা হবে সেটাই স্বাভাবিক। আমার সন্তান পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হবে— এটা যেমন প্রত্যাশা থাকে তেমনি দেশকে নিয়েও আমার অনেক বড় প্রত্যাশা।’

সব সমীকরণ মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশ জেতার সম্ভাবনা কেমন বলে মনে করছেন? এমন প্রশ্নের উত্তরে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি ক্রিকেট বিশেষজ্ঞ নই। যেমন করেই হোক খেলায় জিতুক। আমি খেলার এত টেকনিক্যাল দিক বুঝি না। আমার কথা হচ্ছে— তারা পিটাইতে পারলে আমরা কেন পারব না? আমার সহজ-সরল কথা, তাদের দুইটা হাত আছে আমাদেরও আছে। তাহলে সমস্যা কোথায়? প্রেডিকশন বুঝি না, বল মারবে খেলে বের হয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০২,২০১৯)