মডার্ন হারবালের কারখানা সিলগালা
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে মডার্ন হারবাল কারখানাকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
কারখানায় বিএমআর না থাকায় ও পণ্যের মান নিয়ন্ত্রণে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালাও করে দেওয়া হয়।
বুধবার দুপুরে র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সারোয়ার আলম বলেন, মডার্ন হারবালের ত্রুটি বিবেচনায় ৭৫ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৩,২০১৯)