লাশ বহনে ফ্রি অ্যাম্বুলেন্স
দ্য রিপোর্ট প্রতিবেদক: লাশ বহনের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার রাজধানীর দয়াগঞ্জে ইসকন মন্দিরে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘নগরের কেউ মৃত্যুবরণ করলে অ্যাম্বুলেন্স খোঁজ করেন। কিন্তু, কোথায় খুঁজবেন? আবার কেউ কেউ টাকা যোগার করতে না পারায় অ্যাম্বুলেন্স নিতে পারছেন না। আপনাদের আর কোথাও যেতে হবে না। ডিএসসিসি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। ফোন করুন, লাশ যেখানে নেওয়া প্রয়োজন, সেখানে পৌঁছে দেবে ডিএসসিসি। বিনামূল্য এই সেবা গ্রহণ করবেন রাজধানীবাসী।
তিনি আরো বলেন, ‘নগর কর্তৃপক্ষও সব সময় সকল উৎসবে পাশে থাকার চেষ্টা করে। এরইমধ্যে হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য অনুষ্ঠান বিনামূল্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পোস্তগোলা শ্মশান ঘাটকে আধুনিক করা হয়েছে।’
ইসকন মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের দাবির প্রেক্ষিতে মেয়র বলেন, ‘প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে এই ইসকন মন্দির উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন আপনারা। মন্দিরের উন্নয়নে নগর কর্তৃপক্ষ আর্থিক অনুদান দেবে। ’
হিন্দু ধর্মের অনুসারীদের শিশু সন্তান মারা গেলে দাফন করা হয় কিন্তু রাজধানীতে সেই জায়গা নেই বলে জানান মন্দিরের নেতারা। এ দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে আপনারা যদি আশপাশে জায়গার ব্যবস্থা করেন বা যদি জায়গা থাকে। আর সেই জায়গা যদি সিটি করপোরেশনের হয় তাহলে আপনাদের সেই জায়গার ব্যবস্থা করে দেব।’
মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই ব্রত নিয়ে ধর্মীয় উৎসব উদযাপন করি।’
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৪,২০১৯)