সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
![](https://bangla.thereport24.com/article_images/2019/07/06/3no.jpg)
দ্য রিপোর্ট ডেস্ক: ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া শনিবার আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, চট্টগ্রাম ও বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)