চিতাবাঘের সঙ্গে ছবি তুলে বিপদে নায়িকা
দ্য রিপোর্ট ডেস্ক: শখ করেই ছবিগুলো তুলেছিলেন। সেগুলো সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছিলেন বাহবা মিলবে বলে। কিন্তু হলো এর উল্টো। বাহবার বদলে সবাই ধুয়ো দিচ্ছেন বলিউডের নায়িকা কৃতী স্যাননকে।
ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকার জাম্বিয়া। সেখানে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন কৃতী। ভাগ্যক্রমে দেখা পান দুটি চিতাবাঘের। তাদের গলায় বকলস বেঁধে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশন দিয়েছেন, ‘চিলিং লাইক এ ভিলেন।’
এই ছবি ও ক্যাপশন ডেকে এনেছে বিপদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠিন সমালোচনার মুখে পড়েছেন তিনি।
চিতার সঙ্গে ছবি তুলে কৃতি মজা পেলেও অনেকেই এই বিষয়টিকে অমানবিক বলে চিহ্নিত করছেন। বন্য পশুকে মাদক খাইয়ে পোষা কুকুরের মতো এই ভাবে ট্রিট করা অত্যন্ত অনুচিত বলে দাবি করেছেন অনেকেই। পর্যটক টানতে যারা এই কাজ করে, কৃতির মতো সেলেব্রিটিদের তাদের এভাবে প্রোমোট করা উচিত নয় বলে মত প্রকাশ করেছেন অনেকে।
এদিকে দলজিত্ দোসান্জ এবং বরুণ শর্মার সঙ্গে পরবর্তী ছবি ‘অর্জুন পাটিয়ালা’-তে দেখা যাবে কৃতিকে। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত ‘পানিপথ’ সঞ্জয় দত্ত ও অর্জুন কাপুরের সঙ্গেও অভিনয় করছেন কৃতি।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৬,২০১৯)