হারলে মেনে নিতে শেখো, মেসিকে ব্রাজিল কোচ তিতে
দ্য রিপোর্ট ডেস্ক: ব্রাজিলের অনুষ্ঠিত কোপা আমেরিকার এবারের আসরের শেষ চার থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে আরও একবার শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের।
তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন লিওনেল মেসি। সেমিতে আর্জেন্টিনার হারের কারণ হিসেবে এ দুটি বিষয়কে সামনে আনেন তিনি। এ ছাড়াও ব্রাজিলকেই টুর্নামেন্ট জিতিয়ে দেয়া হবে বলে ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও ধুয়ে দেন মেসি।
মেসির কথামত, ব্রাজিলই জিতেছে কোপার এবারের শিরোপা। মারাকানায় গতকাল রাতে পেরুকে ৩-১ গোলে হারিয়ে ৯ম বারের মতো শিরোপা ঘরে তুলেছে দানি আলভেজ-ফিলিপে কুতিনহোরা। তবে মেসির অভিযোগ অনুসারে, ব্রাজিলকে জিতিয়ে দেয়ার জন্য রেফারিদের মধ্যে কোনো বাড়তি প্রচেষ্টা চোখে পড়েনি। যোগ্য দল হিসেবেই শিরোপায় নিশ্চিত কতে সেলেসাওরা।
এদিকে শিরোপা জেতার পর মেসির তোলা অভিযোগ নিয়ে তীব্র আপত্তি জানাতে দেখা গেছে ব্রাজিল কোচ তিতেকে। প্রচণ্ড মেসি ভক্ত হলেও ব্রাজিলের বিরুদ্ধে আঙুল তোলায় আর্জেন্টাইন অধিনায়কের বেশ সমালোচনা করেন তিনি। এ ছাড়াও তাকে কথা বলার সময় আরও বেশি সতর্ক হতে বলেন ব্রাজিল কোচ, ‘যাকে আমি দারুণ, দুর্দান্ত ও অবিশ্বাস্য ফুটবলার হিসেবে দেখি, তাকে কথা বলার সময় আরও বেশি সম্মান দেখিয়ে বলা উচিত। এ ছাড়াও হারলে সেটাকে মেনে নেয়ার মানসিকতা রাখতে হবে।’
এরপর রেফারিদের বিরুদ্ধে তোলা মেসির অভিযোগের ব্যাপারে তিতে আরও বলেন, ‘আমরাও রেফারিদের কারণে বেশ কয়েক ম্যাচে ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে নিরপেক্ষ এক ম্যাচ খেলেছি। আমি আমার থেকে সৎভাবেই কথাগুলো বলছি। আসলে খ্যাতির বিড়ম্বনায় মেসি নিজের উপর অনেক চাপ নিয়ে নিচ্ছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৮,২০১৯)