নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী স্ত্রীকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর বিষপান করে স্বামী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোরে ফতুল্লার পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাষাড়া মোড়ের চা বিক্রেতা জামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী স্থানীয় ফকির গার্মেন্টসের কর্মী পলি বেগম (২৮)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ময়দাশ্রীনগর গ্রামে।
নিহত পলির বোনজামাই আক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে আমার শ্যালক মাহিন আমাকে ঘুম থেকে ডেকে উঠিয়ে বলেন পলি নেই।
তখন দ্রুত তাদের ঘরে গিয়ে দেখি দুজন পাশাপাশি পড়ে আছে। পলির মুখভর্তি রক্ত। আর জামালের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে।
এ সময় আশপাশের লোকজন ডেকে এনে তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন এবং জামালকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন।
এর পর জামালকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল তা আমার জানা নেই।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পলির মাথায় বঁটির কোপ ও মুখে কাঠ দিয়ে আঘাত করে পলিকে হত্যা করা হয়। এর পর জামাল বিষপান করে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৯,২০১৯)