রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার রাব্বীর
বরগুনা প্রতিনিধি :রিফাত শরীফকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাফিউল ইসলাম রাব্বী।
বুধবার বিকেলে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়।
এসময় ৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় মামলার আরেক আসামি টিকটক হৃদয়কে আদালতে হাজির করে তাকে আরও ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।
বিচারক তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া অনুমতি দেন। বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিফাত ফরাজী নামের আরেক আসামিকে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে অস্ত্র মামলায় তাকে আরও ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া কামরুল হাসান সাইমুন এবং আরিয়ান শ্রাবনকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
বুধবার পর্যন্ত এই মামলার ১১ জন আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
গত ১ জুলাই এই মামলার আসামি অলি ও তানভীর; ৪ জুলাই চন্দন ও হাসান; ৫ জুলাই রাত সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাফিউল ইসলাম রাব্বী আদালতে হাজির হয়ে রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১১,২০১৯)