বিয়ে করলেন ঈশানা
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খান। পাত্রের নাম সারিফ চৌধুরী। যিনি পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, থাকেন সিডনিতে।
বুধবার আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ঈশানা খান বলেন, ‘আমরা নতুন জীবন শুরু করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। হঠাৎ করেই আমাদের বিয়েটা হয়ে গেল। আজ বনানী ক্লাবে আমাদের দুই পরিবারের গেট টুগেদার হচ্ছে। পরে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। তখন সবাইকে জানাব।’
ঈশানা জানান, ১৩ জুলাই তার স্বামী সারিফ চৌধুরী সিডনি ফিরে যাবেন। স্বামীর সঙ্গে ঈশানাও সিডনি যাচ্ছেন। আপাতত অভিনয় নয়, সংসারের মন দিতে চান তিনি।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা খান। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১১,২০১৯)