আগামীকালও ভারি বৃষ্টির সম্ভাবনা
দ্য রিপোর্ট প্রতিবেদক: রোববার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে ভারি বর্ষণের পূর্বাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার আবহাওয়াবীদ রুহুল কুদ্দুস বলেন, রোববার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া সমুদ্র উপকূলে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগামী সোমবারের পর থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে বলে জানিয়েছেন রুহল কুদ্দুস।
(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১
,২০১৯)